নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ২৭,জুন :: সীমান্তবর্তী এলাকায় জারি ধরলায় বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল শাসক শিবির। তাদের দাবি বিএসএফের মদত ছাড়া এই হত্যাকাণ্ড অসম্ভব। তার পাশাপাশি তৃণমূলের অভিযোগ গতকাল রাতেই নিশিথ প্রামানিক এই হত্যাকাণ্ডের ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন।
জেলা তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় সাংবাদিক সম্মেলন করে বলেন, গ্রামীণ এলাকায় এখনো ভোটের সময় রাত্রে বেলা ছোট ক্যাম্প করে এলাকা পাহারার কাজ করেন তৃণমূল কর্মীরা । জারি ধরলাতেও রাতের অন্ধকারে দুষ্কৃতি এসে পাট খেতে লুকিয়ে ছিল ভোরের আলোর ফোটার সাথে সাথেই পাট ক্ষেত থেকে বেরিয়ে তারা তৃণমূল কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, চলে গুলির লড়াই ।
এতে আমাদের মোট সাতজন কর্মী আহত হয়েছেন অর্থাৎ গুলিবিদ্ধ হয়েছেন তারা প্রত্যেকেই একটি বেসরকারি নার্সিংহোম চিকিত্সা চলছে । এতে মৃত্যু হয়েছে আমাদের একজন কর্মীর। এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিএসএফের যোগসুত্র রয়েছে নইলে বিএসএফের কড়া পাহারায় কি করে বাইরে থেকে দুষ্কৃতি এসে এই হামলা চালায়।