নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার ২৩,জুন :: সীমান্তের ওপারে ভারতীয় গ্রামে নির্বাচনী প্রচারে বাধা বিএসএফের। শুক্রবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় হিলির ভারত-বাংলাদেশ সীমান্তের হিন্দু মিশনপাড়া এলাকায়। ঘটনা নিয়ে বিএসএফকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল প্রার্থীরা।
তাদের অভিযোগ শুধুমাত্র বেছে বেছে তৃণমূল প্রার্থীদেরকে সীমান্তের ওপারে ভারতীয় গ্রামে ঢুকতে বাধা দিচ্ছে বিএসএফ। বিগত দু’দিন ধরে এই ঘটনা সীমান্তে ঘটছে বলেও অভিযোগ। যা নিয়ে এদিন সীমান্তে কার্যত ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল প্রার্থীরা। যদিও পরবর্তীতে প্রশাসনিক হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।
গেট খুলে সীমান্তের ওপারে ভারতীয় গ্রামে নির্বাচনী প্রচার করতে দেওয়া হয় তৃণমূল প্রার্থীদের। এদিকে এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুশিয়ারি দিয়েছেন তৃণমূল প্রার্থীরা। তাদের আরো অভিযোগ বিজেপি প্রার্থীদেরকে প্রচারে কোন প্রকার বাধা না দিলেও শুধুমাত্র তৃণমূল প্রার্থীদেরই সীমান্ত আটকে দিচ্ছে বিএসএফ।
যদিও তৃণমূলের তরফে তোলা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছে বিজেপি। বিজেপির দাবি, সীমান্তে চলাচলের জন্য সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে। সেসব মানলে কোন সমস্যাই থাকে না।