নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: রবিবার ২৪,ডিসেম্বর :: সীমান্তে চোরাচালান আটকাতে এবং বেকার যুবতীদের মধু এবং মেডিসিনাল প্লান্ট চাষ করিয়ে স্বাবলম্বী করে তুলতে এবার মৌমাছি চাষের ভাবনা সীমান্ত রক্ষী বাহিনীর। নদিয়ার কৃষ্ণগঞ্জের কাঁদিপুর ভারত বাংলাদেশ সীমান্তে প্রথম পর্যায়ে এক কিলোমিটার দূরে কাঁটাতার সংলগ্ন এলাকায় মৌমাছি চাষ সাথে মেডিসিনাল প্ল্যান্টের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারত সরকারের আতমা প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচি ইতিমধ্যেই এক কিলোমিটার কাঁটাতার সংলগ্ন এলাকা জুড়ে বাস্তবায়িত হতে চলেছে। কাঁটাতার সংলগ্ন এলাকায় মৌমাছি চাষে একদিকে যেমন বেকার যুবক-যুবতীরা স্বাবলম্বী হবে অন্যদিকে মৌমাছি চাষের কারণে চোরা চালান রোখা সম্ভব হবে বলে বিএসএফের সুত্রে খবর।