নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: সোমবার ৭, জুলাই :: সীমান্তে নজরদারির সময় রাইফেল দিয়ে আত্মহত্যার চেষ্টা সীমান্ত রক্ষী বাহিনীর এক সদস্যের। সোমবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ির শামিলাবস বিওপির অন্তর্গত সীমান্ত এলাকায়।
সেখানে ডিউটি করছিলেন ১৮৪ নাম্বার ব্যাটেলিয়ানের বিএসএফের হেড কনস্টেবল কে.জয়রাজ বয়স ৪৫। সেই সময় আচমকাই তার রাইফেল দিয়ে নিজের গালের নিচে গুলি করে। বর্তমানে শিলিগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসাধীন তিনি।