নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: শনিবার ৩০,আগস্ট :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। সেই সময় রাজারাজের বাসিন্দা শংকর দাস চারচাকা নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে যাচ্ছিল অবৈধভাবে
সেই সময় ১৪৩ নম্বর ব্যাটেলিলিয়নের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তার কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি কোন সঠিক নথি পত্র দেখাতে পারেনি যার কারণে শংকর দাস কে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দিয়ে সেই সঙ্গে চার চাকাটি বাজেয়াপ্ত করেছে ।
পাশাপাশি নাবিল মোল্লা বলে এক বাংলাদেশীকে আটক করেছে। ধৃত দুজনকে আজ বসিরহাট মহাকুমা আদালতে তোলা হবে