সীমান্তে রণক্ষেত্র! পাচার রুখতে এলোপাথাড়ি গুলি, রণক্ষেত্র মল্লিকপুর, জখম বিএসএফ-সহ বাংলাদেশি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বুধবার ৫,ফেব্রুয়ারি :: পাচার নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। বিএসএফ ও পাচারকারীর মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের পরিবেশ দক্ষিণ দিনাজপুরের মল্লিকপুর সীমান্তে। এলোপাথাড়ি গুলি বিএসএফের। ঘটনায় গুলিবিদ্ধ এক বাংলাদেশী পাচারকারী।

পাচারকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন কর্তব্যরত বিএসএফ জওয়ানও। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা।

জানা গেছে গুলিবিদ্ধ ওই বাংলাদেশী পাচারকারীর নাম মহম্মদ আলাউদ্দিন (৩২) বাড়ি বাংলাদেশে। এবং আহত বিএসএফ জাওয়ানের নাম ওরফেজ কুমার (২৭)। বাড়ি বীরভূম জেলার রামপুরহাট এলাকায়। আহত ৯১ বি এস এফ ব্যাটেলিয়নের ওই জওয়ান ওইদিন মল্লিকপুর বিওপিতে কর্তব্যরত অবস্থায় ছিলেন।

বিএসএফ সূত্রের খবর অনুযায়ী , বুধবার ভোররাতে প্রায় ৫ জন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে।সেইসময় কর্তব্যরত ৯১ বিএসএফ ব্যাটেলিয়নের ওই জওয়ান দুষ্কৃতীদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় ওই বিএসএফ জওয়ানের ওপর। শুধু তাই নয় বিএসএফ জাওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।

এরপরেই আত্মরক্ষার্থে পাচারকারীদের উদ্দেশ্যে এলোপাথাড়ি গুলি চালায় ওই বিএসএফ জওয়ান।ঘটনায় মহম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশী পাচারকারী গুলিবিদ্ধ হলেও বাকিরা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয় । এদিন যে খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায়।

আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা। এদিকে এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nineteen =