নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ২৪,নভেম্বর :: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সীমান্ত সুরক্ষা নিয়ে বিএসএফের নজরদারি দিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ বিথারি সীমান্তে সীমন্ত সুরক্ষা বাহিনীর নজর এড়িয়ে তিন মহিলা ও এক শিশু বাংলাদেশ থেকে ভারতে ঢোকে। সেই সময় ১১২নং ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা টহল
দিচ্ছিল।

দালাল সহ মোট পাঁচ জনকে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার জেরে ফের একবার সীমন্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল। কিভাবে বাংলাদেশ থেকে তারা এদেশে ঢুকছে পাশাপাশি এই দালালের সঙ্গে আন্তর্জাতিক মানব পাচারের যোগসূত্র আছে কিনা সেটাও তদন্তকারীর একবার দেখে নিতে চাইছে।