কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৩,জানুয়ারি :: সীমান্ত এলাকায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচার রুখতে গিয়ে পাচারকারীদের হামলার মুখে পড়ল পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালাল পাচারকারীরা। তবে গুলি চালিয়েও শেষ রক্ষা হয়নি। দুই পাচারকারী ধরা পড়ে পুলিশের হাতে।
বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির সাইলাপুর সীমান্ত এলাকায়। জানা গেছে, এদিন ভোর রাতে ওই সীমান্ত এলাকা দিয়ে একদল পাচারকারী বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা করছিল।
এই খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ পাচারকারীদের ধরতে গেলে পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে খবর।
তবে শেষ রক্ষা হয়নি। দুই পাচারকারী ধরা পড়ে পুলিশের হাতে। তাদের হেপাজত থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগজিন সহ দুই রাউন্ড কার্তুজ। এছাড়াও পুলিশ ধৃতদের হেপাজত থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে .