সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে সি সি ক্যামেরায় মুড়ে ফেলা হল বাগদা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: মঙ্গলবার ৬,ফেব্রুয়ারি :: সীমান্ত শহর বাগদা। এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও চোরাচলান নিত্যদিনের সমস্যা। একাধিকবার প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার সীমান্তবর্তী এলাকা গুলিতে বসানো হল সিসি টিভি।

সোমবার সকালে বাগদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বানেশ্বরপুর বাজারে সিসিটিভি বাসানোর কাজ শুরু হল। এই বানেশ্বরপুর দিয়েই সীমান্তে চোরাচালানর অভিযোগ উঠেছে বহু বার, তাই এবার অনুপবেশ ও দুষ্কৃতী মূলক কার্য কলাপ রুখতে ক্যামেরাতেই নজরদারি প্রশাসনের। এলাকায় চুরি ডাকাতি সহ একাধিক আসামাজিক মূলক কাজের উপর নজর রাখবে পুলিশ ।

এদিন সোমবার সকালে বানেস্বরপুর বাজারে বাগদা এসডিপিও আধিকারিক শান্তুনু ঝা ও বাগদা থানার পুলিশ আধিবারিক গনেশ বাইনের তত্তাবধনে বাজার সংলগ্ন প্রতিটি রাস্তার মোড়ে সিসি টিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়৷

বাগদার এসডিপিও বলেন সীমান্ত দিয়ে গরু পাচার সহ একাধিক চোরাচালান ও এলাকায় দুষ্কৃতীমূলক কার্যকলাপ রুখতে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। আশারু বাজার, আউলডাঙ্গা বাজার, বৌকল্লা বাজার সহ একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলেও জানান তিনি।

সিসিটিভি ক্যামেরা লাগানোর পর এলাকায় একাধিক অসামাজিক কাজ ও চুরি ডাকাতি কমবে বলে আশাবাদী স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − 2 =