নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: রবিবার ২৩,ফেব্রুয়ারি :: এপার বাংলার বর। ওপার বাংলার কনে। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বাংলাদেশে পড়াশোনার সুবাদে, ২০১৮ থেকেই দুজনের মন দেওয়া নেওয়া। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানা পড়েন।
কোন কিছুই এই চিকিৎসক দম্পতির প্রেমকে টলাতে পারে নি। বিয়ের মধ্য দিয়ে অবশেষে জিতল ‘ভালোবাসা’। নব দম্পতির মতোই, ভারত বাংলাদেশের সম্পর্কের মধুরতা বজায় থাকুক। বিয়ের রিসেপশনে আসা অতিথিদের এটাই কামনা।
বাংলাদেশের শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজে পড়াশোনার সুবাদে ২০১৮ সাল থেকে তাঁদের পরিচয়। তারপর প্রেমে পড়া। সেই পথে কু-ঝিকঝিক কু-ঝিকঝিক করতে করতে শেষ অবধি তাঁরা এসে থামলেন যে স্টেশনে তার নাম ‘ওঁ প্রজাপতয়ে নমঃ’।
বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এপার এবং ওপার বাংলার চিকিৎসক বর-কনে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার , এগরার কৌড়দার ছেলে অনির্বাণ মান্না ১৫ জন বরযাত্রী বাংলাদেশে নিয়ে গিয়ে হিন্দু শাস্ত্রমতে বিয়ে করলেন। বাংলাদেশের মাগুরা জেলার দ্বারিয়াপুরের মেয়ে সঞ্চিতা ঘোষকে বিয়ে করতে গিয়ে এগরার বরের বাড়ির লোকেরা বাংলাদেশীদের আতিথেয়তায় রীতিমতো মুগ্ধ।