সুকান্ত মজুমদার গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ব্যারাকপুর

নিজস্ব সংবাদ দাতা :: কোলকাতা :: সংবাদ প্রবাহ :হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবার সময় শনিবার বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারকে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছ থেকে পুলিশ গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায়। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে এদিন বিকেলে ব্যারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড় প্রশাসনিক ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল ব্যারাকপুর বিজেপি। চিড়িয়া মোড়ে প্রশাসনিক ভবনের কাছে মিছিল শেষ করে মহকুমা শাসকের কাছে তাদের স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। অভিযোগ, স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হতেই রাফ-সহ বিশাল পুলিশ বাহিনী বিজেপির প্রতিবাদী মিছিল আটকে দেয়। শুধু তাই নয়, প্রচারের মাইক কেড়ে নেবার চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

প্রাক্তন পুরপিতা মিলন কৃষ্ণ আশের হাত থেকে মাইক কেড়ে নিতে গেলে পুলিশের সঙ্গে তীব্র বচসা বেধে যায় বিজেপি কর্মীদের। ক্ষোভে তারা রাস্তায় বসে পড়ে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায়।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার দুই সাধারণ সম্পাদক যথাক্রমে আবিষ্কার ভট্টাচার্য ও ময়ূরী চক্রবর্তী, প্রাক্তন সভানেত্রী জয়ন্তী পাল, জেলার কার্যকর্তা প্রণব মন্ডল, যুব মোর্চা নেতা সুপ্রিয় ঘোষ ও উত্তম অধিকারী-সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপির হুঁশিয়ারি, তৃণমূলের হিটলারি শাসনের বিরুদ্ধে তাদের আন্দোলন জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 12 =