নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৬,নভেম্বর :: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পূর্ব বর্ধমান জেলার কালনায় সোমবার বিজেপির একটি দলীয় কর্মসূচিতে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন দেবনাথ এর নামে স্কুলের জমি বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ তোলেন ।
কাগজপত্র জোগাড় করে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছিলেন তিনি। এর পরবর্তী সময়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলেও তিনি তার প্রতিক্রিয়াতে জানিয়েছিলেন। আর এরপরই মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ নিয়ে নাদন ঘাট থানার দারস্থ হলেন পূর্বস্থলী ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার পান্ডে।
তিনি তার অভিযোগ পত্রতে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদারের এই বিভ্রান্তিমূলক এবং মিথ্যা বক্তব্যে তাকে এবং স্থানীয় ভোটারদের আঘাত করেছে, এবং এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই নিয়ে আইন গত ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে নাদনঘাট থানার দারস্থ হয়েছেন রাজকুমার বাবু।
আর এ প্রসঙ্গে নাদনঘাট থানায় উপস্থিত হয়ে তিনি জানান, রাজনীতি করতে গিয়ে মিথ্যা অপপ্রচার করেছেন সুকান্ত মজুমদার। একই সাথে এলাকার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রীআরও ও সম্মানহানি হয়েছে। আমি তাই থানার দারস্থ হয়েছি। আগামী দিনেও তাদের এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন এদিন তিনি।