সুজিত বসু বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি কাজ করি আমাদের এখানে কোন ভেদাভেদ নেই আমরা সবাই এক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ২৩,ডিসেম্বর :: চলতি মাসের ১৯ ডিসেম্বর বসিরহাট রবীন্দ্রভবনের তৃণমূলের কর্মীসভা ছিল। বসিরহাট লোকসভার তৃণমূলের ব্লক সভাপতি সহ-সভাপতি প্রধান সহ তৃণমূলের নেতৃত্বের সামনে বসিরহাট লোকসভা তৃণমূলের অবজারভার তথা দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, হাড়োয়া ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার আর থাকবে না।

এই নিয়ে হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা হাড়োয়া দু নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি খালেক মোল্লা বলেন, কার প্ররোচনায় সুজিত বসু নিজের স্বার্থসিদ্ধি করার জন্য নিজের মত করে দল তৈরি করছেন গ্রুপিং রাজনীতি করছেন দুর্নীতিগ্রস্তদের পাশে বসিয়ে তিনি এসব বলছেন।

হাড়োয়ার একজন সজ্জন তৃণমূলের ব্লক সভাপতি ফরিদ জমাদারের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই, স্বচ্ছ ভাবমূর্তি যার আছে তার বিরুদ্ধে প্রকাশ্য কর্মীসভায় বলেন ব্লক সভাপতি আর থাকবে না। যা নিয়ে এর বিরুদ্ধে আমরা আগামীদিনে বসিরহাট মহাকুমার বিভিন্ন ব্লকে মানুষের আওয়াজ দিচ্ছে আগামী দিন পথে নামবো।

চলতি মাসের কুড়ি ডিসেম্বর বাদুড়িয়া সম্প্রীতি মেলায় এসে সুজিত বসু বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি কাজ করি আমাদের এখানে কোন ভেদাভেদ নেই আমরা সবাই এক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 9 =