নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ৬,মার্চ :: পানাগড়ে সড়ক দুর্ঘটনায় চন্দননগরের যুবতীর মৃত্যুর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সুতন্দ্রার গাড়ির চালক ধৃত রাজদেও শর্মাকে নিয়ে ঘটনার পুনর্নির্মান করল কাঁকসা থানার পুলিশ। এর আগে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অন্য গাড়ির মালিক বাবলু যাদবকে।
বাবলু যাদবের বিরুদ্ধে যে সমস্ত ধারায় গ্রেফতার করা হয়েছে। একই ধারা দেওয়া হয়েছে সুতন্দ্রার গাড়ির চালকের বিরুদ্ধেও। মঙ্গলবার রাজদেও শর্মাকে গ্রেফতার করে। মহাকুমা আদালতে পেশ করার পর।
মহকুমা আদালতের বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সেইমতো ধৃত রাজদেও শর্মাকে নিয়ে ঘটনার পুনর নির্মাণ কাজ শুরু করলো কাঁকসা থানার পুলিশ।