নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: সুদানে ভয়াবহ ধসের কবলে তছনছ গোটা গ্রাম। পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির জেরে হঠাৎই মাটি ধসে পড়ে সমগ্র গ্রাম চাপা পড়ে যায়।
পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে একটি পাহাড়ি গ্রাম তারাসিন ওই ভূমিধসের ফলে পুরো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এর জেরে মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার মানুষের। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন।
ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হলেও প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষিত কর্মীর অভাবে কার্যত থমকে গেছে ত্রাণ কার্যক্রম।
সুদান সরকার জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে। জাতিসংঘ ও প্রতিবেশী দেশগুলিকে দ্রুত ত্রাণ, খাদ্য ও উদ্ধার সামগ্রী পাঠানোর অনুরোধ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে আশপাশের গ্রামগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আকস্মিক এই বিপর্যয়ে গোটা বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অব্যাহত বর্ষণ ও পাহাড়ের দুর্বল গঠনই ভয়াবহ এই ধসের প্রধান কারণ।