সুদের কারবারীদের অত্যাচারে কার্যত গ্রাম ছাড়া প্রতিবন্ধী এক ব্যক্তি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৫,নভেম্বর :: সুদের কারবারীদের অত্যাচারে কার্যত গ্রাম ছাড়া প্রতিবন্ধী এক ব্যক্তি। মালদার কালিয়াচক থানার জালালপুর ধারারা এলাকার ঘটনা। থানায় অভিযোগ জানালে পুলিশ মামলাও করে। তারপরও তাকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে ওই সুদের কারবারিরা।

ধারারা গ্রামের বাসিন্দা জাকির হোসেন। কয়েক বছর আগে নিজের হাত একটি দুর্ঘটনায় খুইয়েছেন। একসময় পেশায় ঠিকাদার ছিলেন। মালদা জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে একাধিক কাজ করেছিলেন। কয়েকটি কাজ করতে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। এই পরিস্থিতিতে এলাকারই সুদের কারবারিদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নেন।

তার অভিযোগ সেই টাকা তিনি ব্যাংক মারফত শোধ করে দিয়েছেন। তারপরেও এই সুদের কারবারিরা তার কাছে অতিরিক্ত টাকা ডিমান্ড করছে। তাকে সাদা স্ট্যাম্প পেপারে সই করিয়েছে জোরপূর্বক । এই টাকা শোধ করতে গিয়ে তার জমি জমা সবকিছু বিক্রি করতে হয়েছে। তাও তারা অতিরিক্ত টাকা চেয়ে লাগাতার হুমকি।

ওই ব্যক্তির প্রাণ নাসের আশঙ্কা রয়েছে। কালিয়াচক থানায় তিনি অভিযোগ জানান। পুলিশ মামলাও করে। এরপরও তারপর লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। তিনি পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের বিভিন্ন মহলে জানিয়েছেন কিন্তু কোন সুরাহা হয়নি। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী ও মানবাধিকার কমিশনের প্রাণ রক্ষার জন্য আবেদন জানিয়েছেন। আতঙ্কে রয়েছে ওই ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − three =