সুন্দরবনের কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে এক মৎস্যজীবীর মৃত্যু

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: শনিবার ১৮,জানুয়ারি :: পেটের টানে বিপদ জেনেও সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গতকাল বৃহস্পতিবার কুলতলী থানার অন্তর্গত কাটাঁমাড়ি গ্রাম থেকে অজয় সরদার-সহ আরও তিন মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলে ধরতে গিয়েছিলেন।

কাঁকড়া ধরার সময় শুক্রবার সকালে পিরখালি জঙ্গলের নৌকায় বসে ছিল অজয় সেই সময় পিছন দিক থেকে অতর্কিতভাবে একটি বাঘ অজয়ের উপর হামলা চালায়। ঘাড়ে কামড় দিয়ে জঙ্গলে টেনে নিয়ে যায় অজয়কে। এদিকে, বাঘ আক্রমণ করেছে দেখে অজয় সরদারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তাঁর সঙ্গীরা।

লাঠি,বল্লম নিয়ে পাল্টা বাঘকে আক্রমণ শানায় তাঁরা। উপর্যুপরি আক্রমণে শেষমেশ অজয় সরদারকে ছেড়ে ফের জঙ্গলে পালায় বাঘটি।তবে বাঘের মারাত্মক আক্রমণে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন মৎস্যজীবী অজয় সরদার। তার মৃতদেহ নিয়ে এরপর গ্রামের উদ্দেশে রওনা দেন বাকি দুই মৎস্যজীবী।

কুলতলীর কাঁটামারি গ্রামে তাঁরা ফিরে আসেন। এদিকে এই মৎস্যজীবীর মৃত্যুর খবর জানাজানি হতেই গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।কান্নায় ভেঙে পড়েছেন নিহত মৎস্যজীবীর পরিবার। কুলতলি থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + fifteen =