সুন্দরবনের গভীর জঙ্গল থেকে বেরিয়ে রায়দিঘির পূর্ব শ্রীধরপুর এলাকা সংলগ্ন ভুবনেশ্বরী চর জঙ্গলে আস্তানা নিয়েছিল – বনকর্মীদের অক্লান্ত চেষ্টায় শেষমেষ খাঁচা বন্দী হল বাঘটি।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: সুন্দরবনের গভীর জঙ্গল থেকে বেরিয়ে রায়দিঘির পূর্ব শ্রীধরপুর এলাকা সংলগ্ন ভুবনেশ্বরী চর জঙ্গলে আস্তানা নিয়েছিল একটি বাঘ। মনি নদীর তটে অজস্র পায়ের ছাপ দেখে বাঘের আনাগোনা নিশ্চিত করেন মৎস্যজীবীরা।

এমনকি ওই জঙ্গল থেকে বাঘের গর্জন শোনা যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে গত সপ্তাহ খানেকের বেশী সময় ধরে লোকালয়ের জঙ্গলে ঢুকে পড়া বাঘটিকে খাঁচা বন্দি করতে হিমসিম খেতে হচ্ছিল বনকর্মীদের।

অন্যদিকে এলাকার বাসিন্দাদের প্রত্যেক দিনের কাজ ব্যাহত হচ্ছিল। রায়দিঘি রেঞ্জ অফিসের বনকর্মীরা ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতার পাশাপাশি জঙ্গলটিকে শক্তপোক্ত নাইলনের জাল দিয়ে ঘিরে ফেললেও বাঘটি কোনো ভাবেই খাঁচাবন্দি হচ্ছিল না। অবশেষে বনকর্মীদের অক্লান্ত চেষ্টায় শেষমেষ খাঁচা বন্দী হল বাঘটি। শারীরিকভাবে সুস্থ ও স্বাভাবিক থাকলে শীঘ্রই সুন্দরবনের গভীর জঙ্গলে ছাড়া হবে বলে জানা গিয়েছে।

বাঘের আতঙ্কে হাঁফ ছেড়ে বাঁচলেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, ‘বাঘটা এত বড় যে, খাঁচার বন্দি করতে যতেষ্ট বেগ পেতে হয়েছে বনকর্মীদের।বাঘটা লোকালয়ের জঙ্গলে ঢোকার পর থেকে ভীষন আতঙ্কিত হয়ে পড়েছিল গ্রামের বাসিন্দারা। বনকর্মীদের ধন্যবাদ। দিনের-পর-দিন জঙ্গলে পড়ে থাকে বাঘটাকে খাঁচাবন্দি করতে পারল”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 2 =