নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসনাবাদ :: সোমবার ১৯,আগস্ট :: গাছকে রাখী পরিয়ে পরিবেশকে রক্ষা করার ডাক বিজ্ঞান মঞ্চের। প্রকৃতি তার আপন যত্নে জীবকূলকে রক্ষা করছে যুগ যুগ ধরে। মানুষ তার ভোগের জন্য সেই প্রকৃতিকেই ধ্বংস করেছে। যখনই প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে তখনই সভ্যতার পর সভ্যতা ধ্বংস হয়েছে।
“প্রকৃতিকে ভালোবাসুন,যত্ন করুন”এই বার্তা নিয়ে আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইছামতী বিজ্ঞান কেন্দ্রের হাসনাবাদ দক্ষিণ চক্রের সদস্য-সদস্যারা ডাসা নদীর চরে টিয়ামারীতে নিজেদের রোপণ করা সুন্দরী, গরান,গেওয়া, ক্যাওড়া, বাইন ইত্যাদি ম্যানগ্রোভ চারাতে উলু শঙ্খধ্বনিতে মধ্য দিয়ে রাখী পরিয়ে দিলেন।
রাখী বন্ধন করে গাছকে রক্ষা করার শপথ নিলেন বিজ্ঞান কর্মীরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হাসনাবাদ দক্ষিণ চক্রের সম্পাদক সাইফুল ইসলাম, চকপাটলী হাইস্কুলের শিক্ষক তাপস রায়, শিক্ষক আক্রামূল হক প্রমুখ।