সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দক্ষিণ ২৪ পরগনা :: সুন্দরবনের নদীতে মিলল দৈত্যাকার মাছ। মাছটির নাম তেলে ভোলা। ৭৮ কেজি ওজনের এই মাছটি সুন্দরবনের নদীতে ধরা পড়ে একদল মৎস্যজীবীদের জালে। তারপর তা আনা হয় ক্যানিং মাছ বাজারের মাছের আড়তে। ৫০ লক্ষাধিক টাকা এই মাছটি বিক্রি হবে বলে অনুমান মৎস্যজীবীদের।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবার দুলকি গ্রাম থেকে একদল মৎস্যজীবী সুন্দরবনের নদীতে যায় মাছ ধরতে। জাল পেতে মাছ ধরার সময় শুক্রবার তাদের জালে ধরা পড়ে প্রায় সাত ফুট লম্বা এই মাছ।এটি একটি পুরুষ মাছ। এরপর মৎস্যজীবীরা মাছ টি নিয়ে চলে আসে এলাকায়। ক্যানিংয়ে আনার পর মাছটির দাম ওঠে প্রতিকেজি প্রায় ৪৫ হাজার টাকা।
মৎস্যজীবী বিকাশ মণ্ডল দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রতিবছর মূলত ভোলা মাছ ধরতে যান তিনি। তবে এত বড় ভোলা মাছ এর আগে কখনো বিক্রি হয়নি তার নৌকা থেকে। মাছ টি কেনার জন্য জেলার শুধু নয় কলকাতা ও অন্যান্য জেলা থেকেও বহু মৎস্যজীবী ভিড় করেন।