নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: ১৪ই, এপ্রিল :: উত্তর ২৪ পরগনা সুন্দরবনের গৌড়েশ্বর নদীর তীরে খেজুরবেড়িয়া গ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী হাজারী কালী মেলা ও চরক মেলা ১১৮তম বর্ষে পদার্পণ করল। হিন্দু মুসলিম মিলিযে চলে এই পুজো মেলা।
এই কালি মেলাকে কেন্দ্র করে দেখা গেল ১৩১ টি কালী প্রতিমা এই মন্দিরে এসেছে পূজার জন্য।১০-১১ জন ব্রাহ্মন ভূদেব চক্রবর্তী , চক্রবর্তী,বিশ্বজিৎ চক্রবর্তী,অভিজিৎ চক্রবর্তী। বহু দূর-দূরান্ত থেকে মানুষ এসে কামনা বাসনা ও মানত করেন জাগ্রত মায়ের কাছে।
দূর দূরান্ত থেকে বহু পাঠা,মায়ের মন্দিরে নিয়ে এসে পূজা দিয়ে পাঠা বলি দেওয়া হয়। বারাসাত, কলকাতা, বনগাঁ, বসিরহাট,ক্যানিং বিভিন্ন জায়গা থেকে বহু হাজার হাজার মানুষ পূজা ও মানসিক দিতে আসেন।