সুন্দরবনের বাঁকড়া হাউলীপাড়া রথযাত্রা হিন্দু–মুসলিমের মেলবন্ধনের মধ্য দিয়ে পালিত হলো!!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাউলিপাড়া :: রবিবার ৬,জুলাই :: উত্তর ২৪ পরগনার সুন্দরবনের বাঁকড়া হাউলিপাড়া! বাঁকড়া হাউলিপাড়া রথযাত্রা উৎসব ৫২তম বর্ষে পদার্পণ করল! হিন্দু–মুসলিম সকলে একত্রিত হয়ে হোসেন গাজী জাতপাতের ভেদাভেদ ভুলে আজ রথের দড়িতে টান দিল।

এ এক অনন্য মেলবন্ধনের নজির গড়ে উঠলো। এই রথ ‘মাসির বাড়ি’, অর্থাৎ রবীন্দ্র বিশ্বাসের বাড়ি থেকে শুরু হয়েছিল। আজ উল্টো রথ এই দিনে প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।

সাবেকি নিয়ম মেনে পালিত হয় এই রথযাত্রার উৎসব! এই রথ বাঁকড়া হাউলিপাড়া হইতে আনুমানিক ৫ কিলোমিটার পথ অতিক্রম করে, হিন্দু–মুসলিম সহ বহু মানুষের সমাগমের মধ্য দিয়ে। পালিত হলো রথযাত্রা উৎসব।

সকলে একসাথে প্রসাদ গ্রহণ করবেন, সেই সাথে থাকবে সাবেকি নিয়মের মিষ্টিমুখ ও পাপর বিতরণ। আর এই মিষ্টিমুখের মধ্য দিয়ে সুসম্পন্ন হলো বাঁকড়া হাউলিপাড়া রথযাত্রা উৎসব। এতে খুশি সমগ্র এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − two =