সুন্দরবনের বাসন্তীতে লোকালয়ে কুমির আতঙ্ক

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বাসন্তি :: বৃহস্পতিবার ১৩,জুন :: সুন্দরবন মানেই জলের কুমির ডাঙ্গায় বাঘ।কার্যত এমনই প্রবাদ দীর্ঘদিন ধরে চলে আসছে সুন্দরবন। সুন্দরবনের ভ্রমণ পিপাসু বাঙ্গালিরা ঘুরতে যায় কুমির এবং রয়েল বেঙ্গল টাইগারের দর্শন করার জন্য। কিন্তু সুন্দরবনের মানুষরা জানে যে কুমির আর বাঘের সুন্দরবনে গিয়ে দর্শন পাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু।

বৃহস্পতিবার সকালে কুমির আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের বাসন্তী থানার মসজিদ বাটি গ্রামে এক ব্যক্তির পুকুরে দৈত্যাকার কুমির দেখতে পায় গ্রামবাসীরা এরপর মুহুর্তের মধ্যে এলাকাবাসীরা ওই ব্যক্তির পুকুরে চলে আসে। দৈত্যাকার কুমির গ্রামের মধ্যে ঢুকে পড়ার কারণে যেমন আতঙ্কিত হয়ে পড়েছিল এলাকাবাসীরা তেমনি কৌতুহলবশত কুমির দেখতে পুকুরের কাছে ভিড় জমিয়েছে প্রায় কয়েকশো মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে মসজিদ বাটি গ্রামের মঙ্গল মন্ডল নামে এক ব্যক্তির পুকুরে হঠাৎই কুমির দেখতে পায় স্থানীয়রা এরপর তড়িঘড়ি খবর দেয়া হয় বনদপ্তরকে।

দৈত্যাকার কুমিরটিকে উদ্ধার করতে ইতিমধ্যে এলাকায় এসে পৌঁছেছে মাতলা বন রেঞ্জের বন আধিকারিকেরা। স্থানীয়দের প্রাথমিক অনুমান পাশেই রয়েছে বিদ্যাধরী নদী সেই বিদ্যাধরী নদী থেকেই এই দৈত্যআকার কুমিরটি এলাকায় ঢুকে পড়েছে প্রায় ১১ থেকে ১২ ফুট লম্বা বলে জানা গিয়েছে। কুমির উদ্ধার করার কাজ চালাচ্ছে বনদপ্তর এর আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =