নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: মঙ্গলবার ২২,জুলাই :: সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ সাগর থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। একুশে জুলাই ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মূলত ২৬ এর নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাই এর মঞ্চ থেকে কি বার্তা দেয় সেই দিকে তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব।
ইতিমধ্যে ধর্মতলায় সভামঞ্চে যোগ দেওয়ার জন্য দক্ষিণ ২৪ পরগনার সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ভেসেল করে জলপথে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে।