সুন্দরবনের মধ্যে মিনি সুন্দরবন বছরের শেষ রবিবারে টাকিতে পর্যটকদের ঢল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: সোমবার ২৯,ডিসেম্বর :: উত্তর 24 পরগনার বসিরহাট মহাকুমার ভারত বাংলাদেশ পার্টি সীমান্তের বরাবরই |

ভ্রমণপিপাসু মানুষের জন্য বাড়তি আকর্ষণ ইছামতি নদীর ওপার বাংলাদেশ সঙ্গে সুন্দরবনের মধ্যে একটি মিনি সুন্দরবন সোঁদামাটির গন্ধ সুন্দরী গরান কেওড়া হেতাল কোকো কাকুলির আওয়াজে মন মুগ্ধ হয়ে যাচ্ছে পর্যটকদের।

তাই একদিকে সুন্দরবনের যেতে না পারার আক্ষেপের মিনি সুন্দরবনের আশা, পাশাপাশি টাকির পাঁচালী নলেন গুড়ের সন্দেশ খেজুরের রস কিনে নিয়ে যাওয়া বাড়ির জন্য যা বাড়তি আকর্ষণ মিনি সুন্দরবনের

একদিকে খেজুর গাছে ভাঁড় বাধা সেই রস খেয়ে মন ভরে উঠছে পর্যটকদের অন্যদিকে সেলফি তুলে রাখছে নিজের কাছে তাই ২০২৫ এর শেষ রবিবার সারাদিন আনন্দ উৎসব হইহল্লা ভুরিভোজ খাওয়া-দাওয়ার মধ্যে কাটাতে চাইছে বাঙালিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 15 =