নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ৯,আগস্ট :: গাছ বাধলে সুন্দরবন বাঁচবে বিশ্ব উষ্ণায়ন রুখতে রাখি বন্ধনের শপথ নিলেন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের ঘোষ পাড়াতে স্বপ্নসমিতির পক্ষ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভকে যেমন কেওড়া গরান গাছে রাখি পরালেন তারা ।
বোনেরা ভাইয়ের মঙ্গল কামনার্থে সুন্দরবনের ম্যানগ্রোভকে রাখি পরালেন তারা তাদের ভাই বাইরে বিদেশে কাজকর্ম সঙ্গে যুক্ত ভাইদের মঙ্গল কামনার্থে বোনেরা ম্যানগ্রোভকে রাখি পরালেন তারা ইছামতির নদীর তীরে সুন্দরবনের বাদাবন অর্থাৎ এই ম্যানগ্রোভ ভরা এলাকায় এই অভিনব উদ্যোগ নিলেন।