সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: নিত্যদিনের মতো মাছ ধরতে গিয়েছিলেন নৌকা নিয়ে। তবে এইভাবে সকাল-সকাল ভাগ্য খুলে যাবে কেউ ভেবে উঠে পারেনি।সুন্দরবনের সাগর ব্লকের দেবী মথুরাপুরের অভাবী চার মৎস্যজীবীর।প্রতিদিনের মতো ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলের চার মৎস্যজীবী। সাগরের বটতলা নদীতে জাল পাতে তাঁরা।
বিকেলে জালে ওঠে প্রায় ২৫ কেজি ওজনের ওই তেলিয়া ভোলা প্রজাতির মাছটি৷মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয় স্থানীয় নিশ্চিতপুর মাছ আড়তে। মাছটি দেখতে রীতিমত ভিড় জমে যায়।উল্লেখ্য, সুন্দরবন ও দিঘাতে মেলে এই প্রজাতির ভোলা। এই মাছের পটকা থেকে ক্যাপসুলের খোল তৈরি হয়। তাই মহা মূল্যবান এই মাছ।
এই মাছ জালে পড়লে মৎস্যজীবীরা লটারি জেতার মতো আনন্দ পান।নিলামে প্রায় হাজার টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় বিক্রি হয় মাছটি।