সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: রায়দীঘি :: সুন্দরবনের রায়দিঘিতে এবার বাঘের আতঙ্ক। আতঙ্কিত গ্রামবাসীরা। নদীর তীরে টাটকা বাঘের পায়ের ছাপ।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দমকল হালদার পাড়ার কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কয়েকজন গ্রামবাসীরা শুক্রবার ঠাকুরান নদীর চর সংলগ্ন জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখে । আর এতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
বাঘ যাতে জঙ্গল থেকে বেরিয়ে কোনভাবে লোকালয়ে ঢুকে না পড়তে না পারে সেজন্য গ্রামবাসীরা হাতে লাঠি নিয়ে পাহারার ব্যবস্থা করে নদীর বাঁধের উপর। খবর পেয়ে রায়দিঘি রেঞ্জের বনকর্মীরাও এলাকায় পৌঁছে বাঘের অবস্থান নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে ।
বৃহস্পতিবার রাতে পঞ্চু হালদার নামে এক মৎস্যজীবী ফিশারি দেখতে এসে নদীর বাঁধের উপর বাঘটিকে শুয়ে থাকতে দেখে । সেই খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা শুক্রবার এসে নদীর চর সংলগ্ন জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পায়।
খবর পেয়ে রায়দিঘি রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাঘের পায়ের ছাপ দেখে বাঘটি কোন দিকে গিয়েছে, তা জানার চেষ্টা করছে । বনকর্মীদের অনুমান, কুয়েমুড়ি এলাকার জঙ্গলের দিকে যেতে পারে।
বাঘটি সুন্দরবনের বিশালক্ষী জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ের জঙ্গলে চলে এসেছে বলে অনুমান করছে এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার বিশাল পুলিশবাহিনী। লোকালয় এভাবে বাঘের ছাপে আতঙ্কিত রায়দিঘি বাসী।