সুন্দরবনের সরস্বতী ঠাকুর কে নিয়ে কার্নিভাল দেখতে হাজির রাজ্যের থেকে আসা বিভিন্ন পর্যটকরা

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: রবিবার ২৫,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দর বনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ‘কোঠীবাডি আমরা সবাই’র পক্ষ থেকে সরস্বতী পুজা কার্নিভাল এই ,

সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কোঠা বাড়ি চক গৌড়েশ্বর নদীর তীরে সরস্বতী পুজা উপলক্ষে মাঘী পঞ্চমী মেলা ও সরস্বতী পুজা কার্নিভাল ও আতশবাজির প্রদর্শন হয়ে থাকে।’কোঠাবাডি আমরা সবাইর’ পক্ষ থেকে এই এই কার্নিভাল দেখতে আসেন পর্যটকরা।

গৌড়েশ্বর নদীর পাড়ে রং রংয়ের আতশবাজির চোখ ধাঁধানো বাজির প্রদর্শনীর মধ্য দিয়ে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। পাশাপাশি এই উপলক্ষে বহুদূরান্ত থেকে মানুষজন এসে ভিড় জমান মেলা দেখার জন্য সুন্দরবনের প্রান্তিক মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + eleven =