সুন্দরবনের সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে – সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে ১১৭ নম্বর জাতীয় সড়কে নজরদারি চালানো হচ্ছে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: বৃহস্পতিবার ১৩,নভেম্বর :: দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের পর দেশজুড়ে জারি হয়েছে হাই এলার্ট। সারা দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি সুন্দরবনের সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে ১১৭ নম্বর জাতীয় সড়কে নজরদারি চালানো হচ্ছে।

প্রতিটি যানবাহন থামিয়ে নজরদারি চালাচ্ছে জেলা পুলিশের কর্মীরা। শুধুমাত্র সড়ক পথে নয় জলপথেও নজরদারি বাড়ানো হয়েছে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে । গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সকল মৎস্যজীবীদের চলছে চেকিং। এর পাশাপাশি ট্রলার গুলিতে পুলিশ কর্মীরা উঠে নজরদারি চালাচ্ছে এবং তল্লাশি চালাচ্ছে।

সন্দেহভাজন কোন ব্যক্তি এলাকায় এলে তৎক্ষণাৎ পুলিশের কাছে খবর দেওয়ার জন্য এলাকাবাসীদের জানাচ্ছে পুলিশ কর্মীরা। এর পাশাপাশি হোভার ক্রাফট এর মাধ্যমে ভারতের জল সীমানায় নজরদারি চালাচ্ছে নৌ বাহিনী। রেল পুলিশের পক্ষ থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় কাকদ্বীপ নামখানা ,ডায়মন্ডহারবার বারুইপুর সহ একাধিক স্টেশনে যাত্রীদেরকে তল্লাশি করা হচ্ছে।

যে সকল যাত্রীরা ব্যাগ বহন করছে সে সকল যাত্রীদেরকে রেল পুলিশের কর্মীরা দাঁড় করিয়ে ব্যাগ তল্লাশি করছে। শীতের মরশুমে সুন্দরবনের পর্যটন কেন্দ্র গুলিতেও জারি করা হয়েছে সর্তকতা। বকখালি, মৌশুনী দ্বীপ, হেনরি আইল্যান্ড , গঙ্গাসাগর, সুন্দরবন, পাথরপ্রতিমা, ডায়মন্ড হারবার সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলিতেও নজরদারি চলছে জোর কদমে। দিল্লির ঘটনার পর কার্যত হাই-এলার্ট মুডে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 2 =