সুন্দরবনে উন্নত প্রজাতির গরু পালনে জোর উদ্যানপালন দফতরের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: শুক্রবার ২৮,মার্চ :: সুন্দরবনে প্রান্তিক মানুষদের অর্থনৈতিক হাল ফেরাতে হিঙ্গলগঞ্জ কিষানমান্ডি থেক সরকারিভাবে প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে শতাধিক গরু দেওয়া হল হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় ।

পশু পালনে উৎসাহিত করার পাশাপাশি এটি কিভাবে লাভজনক ব্যবসায় পরিণত করা যায় তা নিয়ে বিশেষ সচেতনতার পাশাপাশি তাদের হাতে উন্নত প্রজাতির গরু শাবক তুলে দেওয়া হয়। প্রান্তিক পশুপালকদের দেওয়া হচ্ছে যাতে তাদের আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারে।

এক্ষেত্রে ওই গরু লালন পালন করে বড় করার জন্য সরকার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে প্রাণী সম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে। বিনা পয়সায় ওই সমস্ত গরু গুলিকে বড় করার জন্য ওষুধ পত্র বা রোগে আক্রান্ত যাতে না হয় তার জন্য সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা ব্যবস্থা আছে সরকারি উদ্যোগেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 1 =