নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ১৪,মার্চ :: বাংলার প্রাচীন সংস্কৃতি ঝুমুর ও মাদলের তালে দোল উৎসবের বাঁধলেন প্রান্তিক মানুষেরা । উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ১০ টি ব্লকের এক দিকে রয়েছে বিশাল সীমান্ত অন্যদিকে সুন্দরবন ।
সকাল থেকে হিমালগঞ্জে প্রত্যন্ত সুন্দরবনের বসন্ত উৎসবের মেতে উঠেছে | রাস্তায় দেখা গেল রাধা কৃষ্ণের সাজে সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা । ধামসা মাদল লাঠি খেলার মধ্য দিয়ে বিভিন্ন রঙে উৎসবে মেতেছে সকাল থেকে | বিভিন্ন রং এর আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে দিয়ে চলছে দোল উৎসব |