সুন্দরবনে কাঁকড়া ধরার সময় দক্ষিণ রায় তুলে নিয়ে গেল এক কাঁকড়া শিকারিকে ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: সুন্দরবনে কাঁকড়া ধরার সময় দক্ষিণ রায় তুলে নিয়ে গেল এক কাঁকড়া শিকারিকে ।নিখোঁজের নাম মালতী সরকার । বুধবার সকালে গোসাবার লাক্স বাগান থেকে তিনজনের একটি দল কাঁকড়া ধরতে সুন্দরবনের কাঁকসা খাঁড়িতে যায় । দুপুর নাগাদ যখন ওই খাঁড়িতে তারা কাঁকড়া ধরার জন্য দোন ( টোপ ) ফেলেছিল হটাৎ সেইসময় জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে অতর্কিতে নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে ।কিছু বুঝে ওঠার আগেই মালতীকে আঘাত করে । এরপর তুলে নিয়ে গাঢাকা দেয় গভীর জঙ্গলে মধ্যে ।সঙ্গে থাকা বাকি দুজন ফিরে এসে বনবিভাগের আধিকারিকদের গোটা বিষয়টা জানায় । এই খবর পাওয়ার পর ওই খাঁড়ি লাগোয়া জঙ্গল এলাকায় নিখোঁজ কাঁকড়া শিকারির খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে বনকর্মীরা ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + twenty =