নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ১৭,সেপ্টেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুরানো ভান্ডার খালি তে ডাঁসা নদীর বাঁধ পরিদর্শন এলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল সঙ্গে ছিলেন হিঙ্গলগঞ্জের ব্লকের সভাপতি শহীদুল্লাহ গাজী , ও তৃণমূলের কর্মী সমর্থকরা ।
হিঙ্গলগঞ্জ বিধানসভার একাধিক নদী বাঁধ পরিদর্শন করলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক কোথাও কোনো ভাবে নদীর বাঁধ বসে গেছে সেই সব জায়গাতে বিধায়ক নিজে এসে খতিয়ে দেখছেন ইতিমধ্যে ডাসা ইছামতি কালিন্দী একাধিক নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি সন্দেশখালি হাসনাবাদ ব্লক এর বিভিন্ন নদী বাঁধে ধস নেমেছে।
এদিন বিধায়ক বলেন ইতিমধ্যে পঞ্চায়েতের তরফে যতটুকু কাজ করার মাটির বস্তা বালি বাঁশ ফেলে সেগুলো মেরামতি করার চেষ্টা করছি । দীর্ঘ কয়েক বছর কেন্দ্রীয় সরকার নদীবাঁধের কাজের টাকা আটকে রেখেছে যার কারণে দুর্বল বাঁধের কাজ করা যাচ্ছে না। নিম্নচাপের জেরে যেভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে তাতে বাঁধরক্ষা করা খুব দুর্বিষহ হয়ে পড়ছে