সুন্দরবনে দক্ষিণ রায়ের সাথে লড়াই করে ক্ষতবিক্ষত দেহে ফিরলেন গোটা পরিবার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: শনিবার ১,জুলাই :: অভাবের তাড়নায় প্রচন্ড বর্ষা মাথায় নিয়ে স্ত্রী ও মেয়েকে সঙ্গী করে একটি ছোট নৌকা নিয়ে সুন্দরবনের কলস দ্বীপে মাছ-কাঁকড়া ধরতে গিয়েছিলেন পাথরপ্রতিমার জি-প্লটের বাসিন্দা দিনু মল্লিক । শুক্রবার সন্ধ্যা নাগাদ একটি খাঁড়ির মধ্যে নৌকা নোঙর করে তিনজনে মাছ-কাঁকড়া ধরছিলেন ।

সেই সময় হটাৎ পিছন থেকে দিনু বাবুর উপর লাফিয়ে পড়ে বিশালাকার একটি বাঘ । ঘাড়ে কামড় দিয়ে টানতে টানতে নিয়ে যেতে থাকে। দিনু বাবুর হাতে ছিল শাবল। তিনি শাবল দিয়ে বাঘটিকে আঘাত করতে থাকেন । সেই সময় জ্ঞানশূন্য না হয়ে পড়ে বাঁশ ও লাঠি নিয়ে স্ত্রী ও মেয়ে বাঘের মুখে-পিঠে ক্রমাগত মারতে থাকে অতি সাহসিকতার সঙ্গে ।

পাশাপাশি বাবার পা ধরেও টানতে থাকে ছোট্ট মেয়ে । গোটা পরিবারের কাছে শেষপর্যন্ত নিজের হার স্বীকার করে মুখের শিকার ছেড়ে গভীর জঙ্গলে গাঢাকা দেয় জঙ্গলের রাজা দক্ষিণ রায় । এরপর ক্ষতবিক্ষত দীনু বাবুকে উদ্ধার করে নৌকায় চাপিয়ে রাতে স্ত্রীও মেয়ে নিয়ে আসেন পাথরপ্রতিমা ঘাটে ।

স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে নিয়ে যাওয়া হয় পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় কলকাতা স্থানান্তরিত করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + six =