সুন্দরবনে ফের বাঘের হামলা এক মৎস্যজীবীর মৃত্যু

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: শুক্রবার ২০,ডিসেম্বর :: আবারও বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বৈঠাভাঙা জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা যায় মৃতের নাম বর্ণধর মন্ডল (৩০)। মৃতর বাড়ি মইপিঠ থানার অন্তর্গত দক্ষিণ বৈকুন্ঠপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার ভোরবেলা তিনজন সঙ্গী নিয়ে বৈঠাভাঙা জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিল বর্ণধর ও তার তিন সঙ্গী হঠাৎ করে জঙ্গল থেকে কাঁকড়া ধরার সময় আচমকায় একটি বাঘ বর্ণধরের উপর হামলা করে ।বাঘের মুখ থেকে বর্ণধরেকে বাঁচাতে নৌকাতে থাকা লাঠি নিয়ে বাঘের উপর হামলা চালায় এবং ক্ষতবিক্ষত অবস্থায় বর্ণধরকে উদ্ধার করে। ততক্ষণে বর্ণধর মারা গিয়েছে ।

মৃত বর্ণধরের ক্ষতবিক্ষত শরীর নিয়ে। এলাকায় পৌঁছায় তার সঙ্গীরা এলাকায় বর্ণধরে ঘরে মৃতদেহ নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়ে মন্ডল পরিবারের সদস্যরা। পরিবারের একমাত্র রোজগারের সদস্যকে হারিয়ে দিশাহারা পরিবার। এই বিষয় বর্ণধরের স্ত্রী কল্পনা মন্ডল জানান, বৃহস্পতিবার ভোরে মাছ ধরতে গিয়েছিল এরপর খবর আসে যে বাঘের হামলায় মৃত্যু হয়েছে। কি করবো বুঝে উঠতে পারছি না।

প্রশাসনের তরফে বারবার রিজার্ভ ফরেস্ট এলাকায় যেতে মানা করা হয় ৷ তবে এই ঘটনা প্রথম নয়, এর আগেও রিজার্ভ এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন বহু মৎস্যজীবী ৷ সতর্ক করার পরেও এহেন ঘটনায় চিন্তিত প্রশাসন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 20 =