নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ০১,ডিসেম্বর :: কৃষকদের রাতের ঘুম কেড়েছে জঙ্গলে ধেয়ে আসা বানরের দল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর শামশেরনগর পাশেই সুন্দরবনের কুকরে খালি নদীর পাশে কুুকড়ে খালি জঙ্গল খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে বানরের দল।
জঙ্গলের খাবার অভাব দেখা দিয়েছে তাই ধানের জমিতে তান্ডব চালাচ্ছে সারি সারি বানরের দল। এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সুন্দরবনের কৃষক থেকে তার পরিবার। সুন্দরবন থেকে বাঁদরের দল বেরিয়ে গ্রামের ধানের জমিতে চড়াও । ধান খাচ্ছে , ধানগাছ নষ্ট করছে আর এতে চরম সমস্যায় পড়েছে কৃষকরা । সুন্দরবনের সামসেরনগর চার , শামসের নগর দুই, এলাকার ঘটনা ।

সুন্দরবন বিশেষজ্ঞদের মতে-সুন্দরবনের জঙ্গলে বাঁদরদের খাবার অভাব দেখা দিয়েছে তাই জঙ্গল ছেড়ে তারা লোকালয়ে ঢুকছে খাবারের সন্ধানে । তাই তারা ধানের জমিতে চড়াও হয়ে ধান খাচ্ছে ধান নষ্ট করছে । সময় যত যাচ্ছে ক্ষতির পরিমাণ তত বাড়ছে।
পুরো বিষয়টা জিয়াখালি বনদপ্তর কে জানানো হয়েছে বিষয়টা তদন্ত করে দেখছে । বানরের দল জঙ্গল থেকে বেরিয়ে আসছে কিভাবে সেটাও তারা নজরে রাখছে যাতে লোকালয়ে হানা না দিতে পারে তার ব্যবস্থা করার আশা দিয়েছে।