সুন্দরবনে বিজেপির কনভেনার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগের পোস্টার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: সোমবার ২১,এপ্রিল :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের ব্লকের বিশপুর, দুলদুলি ফেরিঘাট সহ বিভিন্ন জায়গায় বিজেপি নেতা অভিজিৎ দাসের বিরুদ্ধে পোস্টার।

আজ সকালে বিভিন্ন জায়গায় দেখা যায় ওই বিজেপি নেতা অভিজিৎ দাসের নাম ও ছবি দিয়ে পোস্টার। পোস্টারে লেখা রয়েছে ২০২৪-২৫ সালে লোকসভা নির্বাচনে অভিজিৎ দাস লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।।

এই অভিজিৎ দাস বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার বিশিষ্ট বিজেপি নেতা বলে পরিচিত হিঙ্গলগঞ্জ বিধানসভার কনভেনার । অভিজিৎ দাস বলেন তৃণমূল পরিকল্পিতভাবে চক্রান্ত করে পোস্টার ছড়াচ্ছে রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে পারছেনা হিঙ্গলগঞ্জ বিধানসভায় ভরাডুবি হবে বলে এইভাবে পোস্টার মারছে।

উত্তর ২৪ পরগনা জেলার টিএমসির এসটি এস সি ওবিসি সেল এর সাধারণ সম্পাদক সুরেশ মন্ডল বলেন, বিজেপি নেতাদের গোষ্ঠী দ্বন্দ্বে প্রকাশ্যে আসছে দুর্নীতি পোস্টার পড়েছে । আগেও দেখেছেন

বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যর নামে বিক্ষোভ দেখেছিলেন বিজেপির একাংশ তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে দুর্নীতির কথা যারা বেশি করে বলে তারাই দুর্নীতিগ্রস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =