সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ঝড়খালী :: শনিবার ১৬,ডিসেম্বর :: সুন্দরবনের জঙ্গলে ওত পেতে থাকে সাক্ষাৎ মৃত্যু। প্রাণের ঝুঁকি পদে পদে রয়েছে। পেটের তাগিদে মৃত্যু হয় কে উপেক্ষা করে সুন্দরবনের মাছ ধরতে চায় মৎস্যজীবীরা।ঝড়খালির চার মৎস্যজীবী কাঁকড়া ধরতে গিয়েছিলেন হেড়োভাঙা নদীর ধারে জঙ্গলে।
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণ মৃত্যু হল বছর ২৪ এর এক যুবকের। মৃত যুবকের নাম সুশান্ত প্রামানিক। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সুন্দরবনের হেড়োভাঙা নদীতে মাছ ধরতে যায় চার মৎস্যজীবী। সন্ধা নামার মুখে যখন সুশান্ত ও তার সঙ্গীরা মাছ ধরাতে ব্যস্ত ছিল সেই সময় অতর্কিতভাবে সুশান্তর ওপর হামলা করে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার।

মৃতদেহটি উদ্ধার করে গ্রামে নিয়ে আসে গ্রামবাসীরা। এরপর পুলিশ দেহটি শুক্রবার ময়নাতদন্তের জন্য বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেছে। বিপদ জেনেও পরিবারের মুখে হাসি ফোটাতে বারবার সুন্দরবনের গভীর জঙ্গলে পাড়ি দেয় মৎস্যজীবীরা।