নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২২,জুলাই :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচক শিববাড়ি ফেরিঘাটের সামনে নিম্নচাপের জেরে নদীর বাঁধ নরম হয়ে যাওয়ার ফলে প্রায় ৭০ ফুট নদী বাঁধ বসে গিয়েছিল।
এরপর পরপরই নড়ে চড়ে বসলো সেচ দপ্তর। মাটির বস্তা শাল বল্লা পেপার বাশ দিয়ে বাধের কাজ শুরু করছে যাতে নতুন করে বড় বিপদ যায় আসলে বাধ রক্ষা করা যায়। দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচকের শিববাড়ি ফেরিঘাটের সামনে থেকে ৭০ ফুট নদীর বাধ বসে যাওয়া দীর্ঘদিন নিম্নচাপের ফলে নদীর বাঁধ নরম হওয়াতে ধসে পরে।ফেরিঘাটের সামনে নদীর বাঁধ সাধারণ মানুষ আতঙ্কে ছিল। সেচদপ্তরে ও প্রশাসনে জানিয়ে টেম্পোরারি পেপার পলিথিন দিয়ে নদীর বাঁধ মেরামত করেছিল এবার সেখানে নদী বাদের শালবল্লা পুতে নদীর বাঁধ সংস্কার করা হচ্ছে।
হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শহিদুল্লাহ গাজী তিনি বলেন কেন্দ্রের ১০০ দিনের টাকা আর দেয় না যার ফলে নদী বাধ মেরামতে অনেকটা সমস্যার সম্মুখীন করতে হচ্ছে আমাদের রাজ্য যতটা পারে ততটাই চেষ্টা করছে।