সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শুক্রবার ৮,মার্চ :: সুন্দরবন পুলিস জেলায় এসে পৌঁছলো ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আসছে আরও এক কোম্পানি কেন্দ্র বাহিনী। শান্তিপূর্ণ নির্বাচনে বদ্ধপরিকর প্রশাসন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তবে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে সুন্দরবন পুলিশ জেলায় এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা।
সকাল থেকেই সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপের থানার বিভিন্ন এলাকায় স্থানীয় থানার পুলিসের সঙ্গে রুটমার্চ করেন কেন্দ্র বাহিনীর জোয়ানরা। সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি চারু শর্মা, কাকদ্বীপের এসডিপিও, কাকদ্বীপ থানার আইসি সহ কাকদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী।
এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও তাঁরা কথা বলেন। কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা জানতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানতে চায় নির্বাচন নিয়ে এলাকায় কোন সমস্যা রয়েছে কিনা। এছাড়াও তাঁরা ভোট দানের বিষয়ে সাধারণ ভোটারদের আশ্বস্ত করেন।
সুন্দরবন পুলিস জেলার অ্যাডিশনাল পুলিস সুপার চারু শর্মা জানান থানা গুলিকে নিয়ে একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী, এখন থেকেই প্রতিটি থানা এলাকায় গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা রুটমার্চ করবেন।