সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: বৃহস্পতিবার ২৬,ডিসেম্বর :: প্রতিটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা সাহ গঙ্গাসাগর। ক্রমাগত ভাঙছে গাঙ্গাসাগরের সমুদ্র তট। এই পরিস্থিতির মোকাবিলা করতে রাজ্য সরকারের নয়া উদ্যোগ । সমুদ্র তট বরাবর প্লান্টেশনের পরিকল্পনা করা হয়েছে। এই ভাবেই নদী এবং সমুদ্র বাঁধের ভাঙন রুখতে বিশেষ নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এই অনুষ্ঠান পালিত হল সাগর দ্বীপে। সমুদ্র পাড়ে নিজ হাতে ম্যানগ্রোভ বৃক্ষরোপন এবং সাগরের মানুষদের হাতে হাতে ম্যানগ্রোভ প্রদান করেন জেলাশাসক সুমিত গুপ্তা, মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা । এদিন মূলত ভ্যাটিভার ঘাস জাতীয় বৃক্ষ রোপন করা হয় ।এই অনুষ্ঠানের পুরোটাই পরিচালনা করেন তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক অনন্যা মজুমদার ।