নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থানার তিন নম্বর সাহেব খালি নিত্যানন্দ হাই স্কুলের পাশেই দুঃসাহসিক চুরি সুন্দরবনের এক শিক্ষকের বাড়ির মেন গেটের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি,শোকেস লকার ভেঙে প্রায় দুই লক্ষধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় একদল দুষ্কৃতী।
ওই এলাকার বাসিন্দা দেবব্রত ঘরামী ও তার স্ত্রী কাবির ঘরামী দুজনেই গতকাল রাতে বাড়ির পাশে একটি হরি সভায় ধর্মীয় অনুষ্ঠানে গান শুনতে যান সেই সুযোগে বাড়িতে কেউ না থাকার কারণেই এই দুঃসাহসিক চুরি করে বলে ওই শিক্ষক জানান।
তিনি আরো বলেন, আজ আমার বাড়িতে হয়েছে কাল অন্য বাড়িতে হবে না এমনটা কি আছে এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়ার দরকার আছে। রাতের অন্ধকারে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।ওই এলাকার মানুষ আতঙ্কে রয়েছে