সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ৩১,অক্টোবর :: সমস্যার পাহাড় মাথায় করে মাঠে নেমেও দুর্দান্ত লড়াই। তবে দাঁতে দাঁত চেপে লড়েও শেষ পর্যন্ত হার।
সুপার কাপে মহামেডানের প্রথম ম্যাচকে এভাবেই বর্ণনা করা যায়। বৃহস্পতিবার সুপার কাপের প্রথম ম্যাচ ছিল মহামেডানের। সেই ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়েও হারতে হল তাদের।
