নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৫,জুলাই :: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আর দলের নেতাদের বলেছিলেন কারখানা থেকে তোলাবাজি চাঁদা তোলা যাবে না। আর কেউ যদি করে তাহলে দলের সে যেই হোক পুলিশ কড়া পদক্ষেপ নেবে। কিন্তু সুপ্রিমোর কড়া বার্তা যে ডোন্ট কেয়ার সেটা বুঝিয়ে দিলেন দুর্গাপুরের তৃণমূল নেতৃত্বের একাংশ।
এবার তোলার টাকা দিতে অস্বীকার করায় খোদ দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্টের তৃণমূল নিয়ন্ত্রিত শ্রমিক ইউনিয়ননের ট্যাংকার চালকদের দুই চালককে মারধরের অভিযোগ খোদ দলের অপর গোষ্ঠীর এক নেতার বিরুদ্ধে। সোমনাথ নামে ঐ তৃণমূল ট্রেড ইউনিয়ন নেতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ট্যাংকার চালকদের একাংশ।
মারধরের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়াতে বিড়ম্বনা বাড়লো তৃণমূল নেতৃত্বের। অভিযোগ,প্রায় দিনই তোলা আদায়ের টাকা চাওয়া হয় তাদের কাছ থেকে অথচ তারাও তৃণমূল কর্মী ।সোমনাথ সহ তার দলবলের লোকজন তোলার টাকা চাইতে এলে ট্যাংকার চালকদের একাংশ এর প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে সোমনাথ আর তার দলবল।
আর প্রতিবাদী ট্যাংকার চালকরাও তৃণমূল কর্মী। এই ঘটনার প্রতিবাদে ইন্ডিয়ান অয়েললের ট্যাঙ্কার চালকদের একাংশ কাজ বন্ধ করে দিয়ে কোকওভেন থানার সামনে চলে আসে, শুরু হয় তুমুল বিক্ষোভ।