নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৩০,আগস্ট :: সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে প্রকাশ্যে এল এসএসসি নিয়োগ দুর্নীতিতে অযোগ্য প্রার্থীদের তালিকা। আদালতের স্পষ্ট নির্দেশ, নিয়োগে জালিয়াতি ও অবৈধভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
সেই নির্দেশ মেনেই এসএসসি নিজেদের সরকারি ওয়েবসাইটে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।
জানা গেছে, একাধিক পর্যায়ে অনিয়ম ও ভুয়ো মেরিটলিস্টের অভিযোগ উঠেছিল। তদন্তে নাম জড়ায় বহু প্রার্থীর। আদালত জানিয়ে দেয়—যাঁদের নিয়োগ অবৈধ, তাঁদের চাকরি বাতিল করে তালিকা প্রকাশ করতে হবে।
এর ফলে আপাতত স্বস্তি পেলেন প্রকৃত যোগ্য প্রার্থীরা। তবে বিশেষজ্ঞদের মতে, “এই তালিকা প্রকাশে আইনি প্রক্রিয়া আরও দ্রুত এগোবে। কিন্তু যাঁদের নাম তালিকায় এসেছে, তাঁরা আদালতের দ্বারস্থ হতে পারেন।”
সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ওয়েবসাইটে অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ। নিয়োগ দুর্নীতির মামলায় বড় পদক্ষেপ।