সুপ্রিম কোর্টের রায়ের পরেও অশান্ত বাংলাদেশ – ৪৫০০ জনের বেশি পড়ুয়া ফিরলো দেশে

ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: মঙ্গলবার ২৩,জুলাই :: রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের জন্য সব পক্ষই অপেক্ষা করছিলেন। সুপ্রিম কোর্ট ‘কোটা’ চালু রাখলেন কিন্তু তা অনেকটাই কমিয়ে দিলেন। এখন সরকারি চাকরির মাত্র ৭ শতাংশ ‘কোটা’ সুপ্রিম কোর্ট বজায় রেখেছে।

কিন্তু তাতে সন্তুষ্ট নয় আন্দোলনকারী ছাত্র সমাজ। রবিবারও নতুন করে অশান্তি হয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮-এ। বিবিসি সূত্রে দাবি, ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে, বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ৪৫০০-রও বেশি ভারতীয় বাংলাদেশ থেকে ফিরে এসেছেন। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ৪৫০০-রও বেশি ভারতীয় পড়ুয়া ফিরে এসেছেন। এছাড়া ৫০০ জন নেপালি, ৩৮ জন ভূটান ও মলদ্বীপের ১ জন বাসিন্দা ভারতে আশ্রয় নিয়েছেন।

ঢাকায় ভারতীয় হাই কমিশনের তরফে পড়ুয়া ও ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য এবং সীমান্ত পার করতে যাবতীয় সহায়তা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এই আন্দোলনের কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে দুই দেশের বাণিজ্যর।

ভারতীয় পররাষ্ট্র দপ্তর জানাচ্ছে, বাংলাদেশে বর্তমানে আনুমানিক ১৫ হাজার ভারতীয় রয়েছেন, যার মধ্যে ৮৫০০ জন পড়ুয়া। সকল ভারতীয় সুরক্ষিত রয়েছেন। এদিকে, বাংলাদেশে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেও, কোটা বিরোধী আন্দোলনে পড়ুয়াদের মৃত্যুর প্রতিবাদে আন্দোলন জারি থাকবে।

রবিবার যাত্রাবাড়ি, বসুন্ধরা , রামপুরা সহ ঢাকার বেশ কয়েকটি জায়গায় দফায় দফায় সংঘর্ষ, গুলি চলার খবর মিলেছে। শুক্রবার থেকে এখনও পর্যন্ত জারি রয়েছে কার্ফু। চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয়দের কপালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − one =