সুপ্রিম কোর্টের রায় ২০১৬ এসএসসি প্যানেল বাতিল ! চাকরি খোয়ালো, মালদার একটি স্কুলের চারজন শিক্ষিকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৪,এপ্রিল :: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খোয়ালো পুরাতন মালদার আহ্লাদমনি উচ্চ বালিকা বিদ্যালয়ের চার জন শিক্ষিকার। সুপ্রিম কোর্টের রায় শোনার পর স্কুল চত্বরে রীতিমতো কান্নার রোল।

স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা দাস এই বিষয়ে জানিয়েছেন তিনজন শিক্ষিকা ২০১৯ সালে চাকরি পেয়ে আমাদের এই স্কুলে জয়েন করেন। পাশাপাশি অপর আরেকজন শিক্ষিকা ২০২১ সালে অন্য স্কুল থেকে বদলি হয়ে এই স্কুলে আসেন।

মোট চারজন শিক্ষিকার চাকরি বাতিল হল সুপ্রিম কোর্টের নির্দেশে। এই চারজনেই মালদার বাসিন্দা। যদিও চাকরি হারানোর বিষয়ে এই চারজন শিক্ষিকার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + three =