নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ৫,আগস্ট :: সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল রাহুল গান্ধীর। মোদীর পদবি অবমানন মামলায় শুক্রবার রায় দিল শীর্ষ আদালত। বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ এদিন মামলাটির শুনানি হয়। এই শুনানিতেই কংগ্রেস নেতার দু’বছরের জেলের সাজায় স্থগিতাদেশ দিয়েছে আদালত। আপাতত এই সংক্রান্ত সুরাত আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না ।
আর সেই খবর প্রকাশিত হতেই গোটা দেশের মতন হাওড়ায় কংগ্রেস কর্মীরা আনন্দে মেতে ওঠেন । আবির মেখে, মিষ্টিমুখ করে জাতীয় কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল বের করেন তারা । এটা রাহুল গান্ধী এই স্থগিতাদেশ সত্যের জয় বলেই দাবি করছেন কংগ্রেস কর্মীরা । ও একইসঙ্গে তারা আগামী সোমবার থেকেই রাহুল গান্ধীকে সংসদ ভবনে দেখার আশা প্রকাশ করছেন ।