নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি নদিয়া :: শুক্রবার ৮,সেপ্টেম্বর :: সুযোগ পেয়ে ও টাকার অভাবে তাসখন্দে এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে যাওয়া নিয়ে সংশয় নবদ্বীপের দুই স্কুল ছাত্র।বাধ্য হয়ে দ্বারস্থ হয়েছে রাজ্যের ক্রীড়া মন্ত্রীর। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর আফগানিস্তানের তাসখন্দে এশিয়ান জিমন্যাস্টিকের আসর বসতে চলেছে।
তাতে ডাক পেয়েছে নদীয়ার নবদ্বীপ হিন্দু স্কুলের একাদশ শ্রেণির ছাত্র অঙ্কুশ কর্মকার এবং নবদ্বীপ তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রাইনা মজুমদার। রাইনার বাবা পেশায় নিরাপত্তা রক্ষী অঙ্কুশের বাবা মেশিন মেকানিক। তাসখন্দে যেতে হলে ভাড়া এবং অনন্য খরচ বাবদ একেকজনের দেড় লক্ষ টাকা করে প্রয়োজন।
পরিবারের পক্ষে সে টাকা জোগাড় করা কোনমতেই সম্ভব নয় আর তাই দারস্থ হয়েছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের। আফগানিস্তানের তাসখন্দে আয়োজিত জুনিয়র ও সিনিয়র এক্রোবেটিকস জিমনাস্টিক এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে মিক্সড পেয়ার ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে কিনা এটাই এখন সন্দেহ।